বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ গাজীপুরে শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে দু’টি আইসক্রীম ফ্যাক্টরীকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর ২০২৩ইং) সকালে উপজেলার এমসি বাজার এলাকায় মাইনউদ্দিন ও সোহাগ মিয়ার পরিচালনায় দু’টি ফ্যাক্টরীতে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রীপুর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আল মামুন।
তিনি জানান, লাইসেন্স বিহীন অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রীম তৈরি, নামবিহীন বিভিন্ন মোরক ব্যবহার করে প্রতিষ্ঠান দু’টি আইসক্রীম তৈরি করে আসছিল। মাইনউদ্দিনের পরিচালিত আইসক্রীম ফ্যাক্টরীকে ৫০ হাজার টাকা এবং সোহাগ মিয়ার পরিচালিত আইসক্রীম ফ্যাক্টরীকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দু’টি প্রতিষ্ঠানকে এক মাসের সময় বেধেঁ দেওয়া হয়েছে এর মধ্যে কাগজপত্র ঠিক করে এবং স্বাস্থ্যকর পরিবেশে না আসলে তাদের ফ্যাক্টরী দু’টিকে বন্ধ করে দেওয়া হবে । তিনি আরোও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply