বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ গাজীপুরের শ্রীপুর পৌর নির্বাচনে মেয়র পদে চতুর্থবারের মত মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী গাজীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান (নৌকা)। পর পর চারবার নির্বাচিত হয়ে এ পৌরসভার ইতিহাসে চমক দেখিয়েছেন তিনি।
নির্বাচনে ২৩ হাজার ৪৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আনিছুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি সমর্থিত প্রার্থী শ্রীপুর পৌর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট কাজী খান (ধানের শীষ) পেয়েছেন ১০ হাজার ৯৬ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফরহাদ আহমেদ মোমতাজী (হাত পাখা) পেয়েছেন ৩ হাজার ৭৬১ ভোট। স্বতন্ত্র প্রার্থী শাহ আলম (জগ) পেয়েছেন ৩ হাজার ৯২১ ভোট।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ রাত সাড়ে ৮টায় পৌরসভার মেয়র, ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও ৩টি সংরক্ষিত আসনের বেসরকারীভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষনা করেন।
তারা হলেন ১নং ওয়ার্ডে আহমাদুল কবির মন্ডল দারা (উট পাখি), ২নং ওয়ার্ডে মাসুদ প্রধান (পাঞ্জাবি), ৩নং ওয়ার্ডে সাহিদ সরকার (উট পাখি), ৪নং ওয়ার্ডে কামরুজ্জামান মন্ডল (উট পাখি), ৫নং ওয়ার্ডে রমিজ উদ্দিন সরকার (পানির বোতল), ৬নং ওয়ার্ডে হাজী কামাল মাহমুদ (উট পাখি), ৭নং ওয়ার্ডে মোহাম্মদ হাবিবুল্লাহ (পানির বোতল), ৮নং ওয়ার্ডে আলী আজগর বেপারী (পানির বোতল) এবং ৯নং ওয়ার্ডে আমজাদ হোসেন (পানির বোতল) বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
সংরক্ষিত আসনে ১, ২ ও ৩নং ওয়ার্ডে নাজমা বেগম (চশমা), ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মমিনা বেগম বুলবুলি (চশমা) এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে আফরোজা আক্তার (চশমা) বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply