বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ গাজীপুরের শ্রীপুরে আড়াই ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে রেল চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন, শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মোঃ হারুন অর রশিদ।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রেল লাইন মেরামতের জন্য আনা স্লিপার আনলোড কাজে ব্যবহৃত একটি ক্রেন উল্টে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ লাইনে রেল চলাচল বন্ধ হয়ে পড়ে, এর ফলে তিস্তা এক্সপ্রেস শ্রীপুর স্টেশনে ও ঢাকাগামী কমিউটার কাওরাইদ ষ্টেশনে যাত্রাবিরতি করে। বেলা ১১টার দিকে রেল লাইনের উপর থেকে দুর্ঘটনা কবলিত ক্রেন সরিয়ে নেয়া হলে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে রেল চলাচল শুরু হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply