বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৪০ অপরাহ্ন
শ্রীপুর (গাজীপুর) থেকে সাইফুল আলম সুমনঃ— গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় পরিবহন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়কালে দুই চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এঘটনায় ৯জনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে রিপন মিয়া (২৮) ও ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বাউলিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে রাব্বি হোসাইন (২৫)।
মামলায় অভিযুক্ত অন্যান্যরা হলেন, শ্রীপুর পৌরসভার দারোগারচালা গ্রামের ঈমান আলীর ছেলে সাদ্দাম (৩২), নজরুল ইসলামের ছেলে ফরিদ (৩০), মনু ড্রাইভারের ছেলে কবির হোসেন (৩৮), কেওয়া পশ্চিমখন্ড গ্রামের (মসজিদ মোড়) এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে সিরাজুল ইসলাম সিরাজ (৩৫), কেওয়া নতুন বাজার গ্রামের রিয়াজ (৩৫), বেড়াইদেরচালা গ্রামের চাঁন মিয়ার ছেলে হেলাল (৩৫) ও উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার আব্দুল বাতেনের ছেলে আনোয়ার হোসেনসহ (৪০), অজ্ঞাত ৮/১০জনকে আসামী করা হয়েছে।
মাওনা চৌরাস্তার ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা জানান, মাওনা চৌরাস্তায় শতাধিক ট্রান্সপোর্ট অফিস রয়েছে। শিল্পাঞ্চল খ্যাত শ্রীপুরের বিভিন্ন কারখানার উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহ্ করার জন্য বিভিন্ন কারখানায় ট্রাক সরবরাহ্ করে থাকেন। জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে গাড়ি প্রতি ১’শ টাকা চাঁদা আদায় শুরু হয়। তাদের চাহিদামতো চাঁদা না দিলে অফিস বন্ধ করে মারধরসহ প্রাণনাশের হুমকিও দেয়া হয়।
মজলুম ট্রান্সপোর্টের মালিক মাহফুজ জানান, হঠাৎ একদিন আমাকে জানানো হয় কাল থেকে গাড়ির ট্রিপ প্রতি ১’শ টাকা করে চাঁদা দিতে হবে। আমি তাদের চাহিদামতো চাঁদা না দেয়ায় আমাদের ট্রান্সপোর্ট অফিসে তালা ঝুলিয়ে দেয়। চারদিন অফিস বন্ধ থাকার পর অফিসের তালা খুলে দেয় মামলায় অভিযুক্তরা। এছাড়াও প্রতিদিনই বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা উঠানো হয়, কেউ দিতে না চাইলে মারধোরের ঘটনাও ঘটায়।
গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন জানান, ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিত্রে বুধবার রাতে মাওনা চৌরাস্তার বিভিন্ন মার্কেটের ট্রান্সপোর্ট অফিসে অভিযান চালানো হয়। এসময় চাঁদা তোলার বই, টালী খাতা ও চাঁদার নগদ ৩৬হাজার ৬৯০টাকাসহ হাতেনাতে রিপন ও রাব্বি হোসাইনকে আটক করা হয়। তিনি আরো বলেন, ব্যাসায়ীরা অভিযোগ করেন চাঁদার রশীদে ১০ টাকা উল্লেখ থাকলেও তারা জোরপূর্বক ১’শ টাকা চাঁদা আদায় করতো।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply