মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ গাজীপুরের শ্রীপুরে চারটি প্রাইভেট হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ২০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল মামুন।
এসময় শাপলা ডায়াগনস্টিক সেন্টার, পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, এস আর ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ও ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টারকে বেসরকারি ক্লিনিক অধ্যাদেশ ১৯৮২ আইনে প্রত্যেককে ৫হাজার করে মোট ২০হাজার টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল মামুন বলেন, কোন হাসপাতালের লাইসেন্স হালনাগাদ নেই, কোনটি আবেদন করা হয়েছে আবার কোনটিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এসব কারনে বেসরকারি ক্লিনিক অধ্যাদেশ ১৯৮২ ধারায় চারটি ক্লিনিককে জরিমানা করে সতর্ক করে ১৫ দিনের সময় দেয়া হয়েছে, এই সময়ের মধ্যে কাগজপত্র হালনাগাদ না করলে ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে।
এসময় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সুদেব চক্রবর্তী, উপজেলা সেনিটারী পরিদর্শক ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম দুলাল, উপজেলা প্রশাসন ও শ্রীপুর থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply