বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫৬ অপরাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ— গাজীপুরের শ্রীপুরে আওয়ামীলীগ নেতা-কর্মীদের একটি অংশ বিএনপি আমলের মতো নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন।
শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল জলিলের মাওনা চৌরাস্তার কার্যালয়ে বৃহষ্পতিবার বিকেল ৫টায় এ অভিযোগ করা হয়। আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। তারা গত ৩০ বছর গাজীপুর-৩ আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট রহমত আলীর নেতৃত্বে দলীয় রাজনীতি করে আসছেন।
শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম মাতব্বরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব আব্দুল জলিল। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম এম.এ, গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, শ্রীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ, উপজেলা যুবলীগের সভাপতি মো. কমরউদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ সফিকুর রহমান সফিক, কৃষকলীগের সভাপতি মো. কবির হোসেন, পৌর যুবলীগের সভাপতি হাসানুল ইসলাম আকন্দ শাওন, গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান প্রমূখ।
উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা হাসান খন্দকার বলেন, রাজনীতির বয়সে সর্বদা বঙ্গবন্ধু ও জনননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের নির্বাচন ও রাজনীতি করে আসছি। বর্তমান অওয়ামীলীগ ক্ষমতায় থাকার পরও বিএনপি আমলের মতো নির্যাতনের নিপীড়নের শিকার হচ্ছি। বিএনপি-জামাতের নেতাকর্মীরা বর্তমানে শ্রীপুরে আওয়ামীলীগের হাইব্রিড নেতা। একই অভিযোগ করেন সভার প্রধান অতিথি ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব আব্দুল জলিলসহ সকল বক্তা। তারা বিগত দিনের মতো কোনো ব্যাক্তির রাজনীতি না করার অঙ্গীকার এবং আওয়ামীলীগ তথা নৌকা প্রতীকের রাজনীতির জন্য সকল নেতাকর্মীদের ভবিষ্যতে ঐক্যবদ্ধ থাকার আহবান করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply