বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন
গাজীপুর (শ্রীপুর) থেকে সাইফুল আলম সুমনঃ— গাজীপুরের শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বৃহষ্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করে কালোব্যাজ ধারণ করা হয়।
সকালে উপজেলা পরিষদ মসজিদ ও উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে কোরআন খতম, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতা-কর্মী, সামাজিক-সাংষ্কৃতিক সংগঠনের নেতা-কর্মী, সরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের ধারাবাহিকতায় প্রতিবন্ধীদের মধ্যে শিক্ষাপোকরণ, যুবদের ঋণ বিতরণ, বিনামূল্যে মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজে স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মতিউর রহমান, শ্রীপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, আনাসর টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়, বাঘমারা এলাকার আমেরিকান ফ্রেঞ্চ ইন্টারন্যাশনাল স্কুল, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটি, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতিসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, স্বায়ত্বশাসিত ও ব্যাক্তিগত প্রতিষ্ঠান পৃথকভাবে শিক্ষক-শিক্ষার্থী-নেতা-কর্মীদের অংশগ্রহণে শোক র্যালী, আলোচনাসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও উপজেলা পরিষদের কর্মসুচীতে গাজীপুর-৩ আসনের সাংসদ ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসব কর্মসুচীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামছুল আরেফীন, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, লুৎফুন্নাহার মেজবাহ, আওয়ামীলীগ নেতা নূরে আলম মোল্লা, কৃষকলীগ নেতা আলমগীর হোসেন, যুবলীগ নেতা হাবিবুর রহমান জুয়েল, আশরাফুল ইসলাম ওয়াসিম ও নূরুল ইসলাম মিষ্টারসহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানসমূহে উপস্থিত ছিলেন।
অপরদিকে, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল জলিলের মাওনা চৌরাস্তা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করে উপজেলা, পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে শোক দিবস উপলক্ষ্যে মিলাদ মাহফিল, দোয়া ও দুঃস্থ অসহায় মানুষদের মধ্যে সহায়তা হিসেবে খাদ্যোপকরণ বিতরণ করা হয়। এসময় শ্রীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ, শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ সফিকুর রহমান সফিক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল উজ্জল, কৃষকলীগের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক আইনুল হক প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply