মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ গাজীপুরের শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিক পরিবহনের কাজে ব্যবহৃত একটি বাস বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই এক চালক নিহত হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর ২০২৩ইং) ভোর পৌণে ছয়টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরোও দু’জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার সকালে সোহাদিয়া থেকে একটি শ্রমিকবাহী বাসে করে বরমী হয়ে কাওরাইদের ত্রিমোহনী বাজার এলাকার দিকে যাচ্ছিল মফিজুল, মারুফ ও সজিব। তারা সবাই উপজেলার টেপিরবাড়ি এলাকার গ্রীণ স্মার্ট কারখানার শ্রমিকবাহী বাসের চালক। শ্রমিক আনতে মফিজুল ও সজিবের বাস রাতেই ত্রিমোহনী এলাকায় রাখা ছিল। সকালে মারুফের বাসে করে মফিজুল ও সজিব ত্রিমোহনী যাওয়ার জন্য রওনা হয়। এসময় মারুফ বাসটি চালাচ্ছিল। বাসটি মাওনা-বরমী আঞ্চলিক সড়কের সোহাদিয়া বাজার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায় এবং মফিজুল বৈদ্যুতিক খুঁটির নিচে চাপা পরে ঘটনাস্থলেই নিহত হয়। খাদে পড়ার আগেই বাস থেকে মারুফ ও সজিব লাফ দিয়ে নেমে গেলেও মফিজুল নামতে পারেনি।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়, এতে খুঁটি উপরে গিয়ে খুঁটির চাপায় পড়ে চালক নিহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply