মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন
শ্রীপুর (গাজীপুর) থেকে সাইফুল আলম সুমনঃ— গাজীপুরের শ্রীপুরে মোফাজ্জল হোসেন ওরফে খোকনকে (৩৯) গ্রেপ্তার করেছে র্যাব-১ এর সদস্যরা। মোফাজ্জল উপজেলার নোয়াগাঁও গ্রামের আব্দুল জলিল মোল্লার ছেলে।
বুধবার মধ্যরাত আড়াইটায় উপজেলার নোয়াগাঁও গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করার হয়। র্যাব জানায় গ্রেপ্তার মোফাজ্জল অবৈধ অস্ত্র ব্যবসায়ী। র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উজেলার নোয়াগাঁও এলাকায় বিদেশী অস্ত্র ক্রয়-বিক্রয় হইতেছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা বুধবার মধ্য রাতে ওই এলাকার মোফাজ্জল হোসেন খোকনের বাড়ীতে অভিযান চালায়। পরে তার উপস্থিতিতে নিজ ঘরের শয়ন কক্ষ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, ১৭ রাউন্ড গুলি, একটি রাম-দা, একটি সুইচ গিয়ার চাকু এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র্যাব আরো জানায়, সে গাজীপুর ও পার্শ্ববর্তী জেলা হতে অস্ত্র ক্রয় করিয়া গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসিতেছিল।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply