বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ— শ্রীপুরে মাদকের প্রতিষেধকের পরিবর্তে প্রতিরোধের উদ্যোগের আহবান জানিয়েছেন তৃণমূল জনগোষ্ঠী। এ ক্ষেত্রে স্ব স্ব অবস্থান থেকে নিজেদের সচেতন হওয়ার অঙ্গীকার করেন।
উপজেলার রাজেন্দ্রপুর বনানী প্রগতি সংঘের মাঠে শুক্রবার বিকেল ৩টায় মাদকের সচেতনতার ওপর মাদকবিরোধী ও দুর্নীতিমুক্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রাজেন্দ্রপুর ক্রিকেট এসোসিয়েশনের আয়োজনে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।
স্থানীয় সমাজসেবী ও শিল্পপতি এম. এ খালেদের সভাপতিত্বে ও মো. আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন, জেলা আওয়ামীলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্তারুজ্জামান, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের জেলা শাখার সিনিয়র সহ সভাপতি আবু সাঈদ কামাল, শিক্ষক প্রতিনিধি মো. আকরাম সিদ্দিকী, আওয়ামীলীগ নেতা ইউসুফ আলী শেখ, মো. মজনুল হক, রনি, ছাত্রনেতা মাসুম মন্ডল প্রমূখ।
অনুষ্ঠানে মাদকাসক্ত ছেলের দুভোর্গের বর্ণনা করেন স্থানীয় নোয়াগাঁও গ্রামের মোঃ মোস্তফা কামাল। তিনি বলেন, মাদকের ছোবলে তিন ছেলের মধ্যে তাঁর এক ছেলে আজ বিপথগামী। বহু কষ্ট করে তিনি সে পথ থেকে ছেলেকে ফেরানোর চেষ্টা করছেন। আর্থিক, সামাজিক, পারিবারিক ও আইনীসহ সকল দিক থেকে তিনি হেনস্তার শিকার হয়েছেন। তাঁর মতো কোনো পরিবারের সদস্য যেন এরকম দুর্ভোগে না পড়েন সেজন্য আগে থেকেই প্রত্যেকের অবস্থান থেকে নিজকে সচেতন থাকার আহবান জানান। রাজেন্দ্রপুর এলাকার বিভিন্ন কমিউনিটির প্রতিনিধি ও সদস্যবৃন্দ ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডসহ শোভাযাত্রা করে অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিবন্ধন খাতায় স্বাক্ষর করে মাদকের ব্যাপারে স্ব স্ব অবস্থানে সচেতন হওয়ার অঙ্গীকার করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply