বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ— জমি জবরদখলের মিথ্যা তথ্য প্রচার করে মানববন্ধনের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে শ্রীপুরের মাওনা চৌরাস্তা ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মোড়ল। তিনি সম্মেলনে প্রয়াত মুক্তিযোদ্ধা ইসরাফিল মোড়লের পরিবারের বিরুদ্ধে মানহানির অভিযোগ করেন।
আরও পড়ুনঃ যশোরে বেনাপোলে অসহায়-দুস্থদের মাঝে কম্বল বিতরণ
শনিবার বেলা ১১টায় মাওনা চৌরাস্তায় ব্যবসায়ীদের ব্যানারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। পরে ওই ব্যবসায়ীর বাসভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে শফিকুল ইসলাম মোড়ল বলেন, তিনি আত্মীয় স্বজন ও পৈতৃক সুত্রে মালিক হয়ে জমি জিরাত ভোগ দখল করে আসছেন। কিন্তু মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন প্রকৃত তথ্য গোপন এবং সাজানো তথ্য প্রচারের মাধ্যমে তার সম্মানহানি করছে। তারা তাকে ভূমি দস্যু বানানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আদালত থেকে নির্দিষ্ট দাগের জমিতে নিষেধাজ্ঞার আদেশ দেয়া হলেও তারা কৌশলে তার অন্য জায়গায় কাজ করতে বাধা প্রয়োগ করছে। তিনি এসব ঘটনার সথে জড়িত মুক্তিযোদ্ধা ইসরাফিল মোড়লের ছেলে আলমগীর হোসেন মোড়লসহ তার সহযোগীদের বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।
আরও পড়ুনঃ মিউজিক ভিডিও ‘কোন একদিন থাকবো না’-এর শুভ উদ্বোধন
মুক্তিযোদ্ধা ইসরাফিল মোড়লের স্ত্রী জোবেদা আক্তার জানান, জাল দলিলের অভিযোগে আদালতে মামলা চলমান। এ অবস্থায় সম্পত্তির আকার পরিবর্তন না করার বিষয়ে আদালতেরও নিষেধাজ্ঞা রয়েছে। সবকিছু উপেক্ষা করে শফিকুল ইসলাম মোড়ল জোরপূর্বক মুক্তিযোদ্ধার সম্পত্তি দখলের চেষ্টা করছে। মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে সম্পত্তি দখল চেষ্টার দায় থেকে নিজেকে রক্ষার অপচেষ্টা করছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply