বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন
শ্রীপুর (গাজীপুর) থেকে সাইফুল আলম সুমনঃ— চাকরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সালাহ উদ্দিন (১৯) নামে এক যুবককে আটকে রেখে মুক্তিপণ চেয়েছে একটি অপহারক চক্র। সালাউদ্দিন গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের ফরহাদ মিয়ার ছেলে। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে অপহারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করে। সোমবার সকালে শ্রীপুর পৌরসভার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মোহা সিএনজি থেকে তাকে অপহরন করা হয়।
গ্রেফতারকৃতরা হলো নারায়নগঞ্জের রুপগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের শফিক মিয়ার ছেলে সুজন মিয়া (৩২) ও একই এলাকার আব্দুল লতিফের ছেলে খোকন মিয়া (২৪)। বুধবার অভিযুক্তদের আদালতে উপস্থিত করলে সুজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
ভিকটিম সালাহ উদ্দিনের ভগ্নিপতি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মৃত জালাল মিয়ার ছেলে ব্যাটারিচালিত অটোরিকশা চালক আলমগীর মিয়া বলেন, অভিযুক্ত সুজন ও খোকন রোববার দুপুরে সিংগারদিঘি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তার রিকশায় চড়ে। চলার পথে অভিযুক্তরা তার সাথে আলাপকালে কোকাকোলা কোম্পানিতে চাকরির কথা বলে কয়েকজন লোক চায়। সে বলে আমার শ্যালককে একটা চাকরি দেন। এ সুযোগে অভিযুক্তরা চালক আলমগীর হোসেনের মুঠো ফোন নাম্বার নিয়ে যায়। পরে ওই রাতেই অভিযুক্তরা চালক আলমগীরের শ্যালক সালাহ উদ্দিনকে পরদিন সোমবার সকালে মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে নিয়ে আসতে বলে। তাদের কথামতো সোমবার সকালে মাওনা চৌরাস্তায় অভিযুক্তদের কাছে চালক আলমগীর তার শ্যালক সালাহ উদ্দিনকে বুঝিয়ে দেয়। একই দিন বিকেলে অভিযুক্তরা চালক আলমগীর হোসেনের কাছে তার শ্যালককে পেতে চাইলে মুঠোফোনে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ভগ্নিপতি আলমগীর মিয়া শ্রীপুর পৌরসভারকেওয়া পশ্চিম খন্ড গ্রামের দুলাল মিয়ার বাড়ীতে ভাড়া থেকে এ এলাকায় অটো রিক্সা চালায়।
এ ঘটনায় চালক আলমগীর হোসেন শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়েরর করেন। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব কুমার সাহা জানান, অপহারকদের দাবি অনুযায়ী তাদের বিকাশ নাম্বারে প্রথমে ৩০০০ টাকা পাঠায়। পরে মোবাইল ট্র্যাকিংয়ের এর মাধ্যমে বিকাশ নাম্বারের অবস্থান জেনে সেখানে অভিযান চালায়। পরে মঙ্গলবার বিকেলে ঢাকার কাওরান বাজার এলাকার লিটন ভ্যারাইটিজ এন্ড কনফেকশনারী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে বুধবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply