বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৫২ অপরাহ্ন
গাজীপুর থেকে সাইফুল আলম সুমনঃ–– গাজীপুরের শ্রীপুরে প্রথমবারের মতো পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকদের সমন্বয়ে নাট্যমোদী শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজে মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এ কর্মশালার অনুষ্ঠিত হয়। এ সময় “হৃশাব্দিক” নামে একটি থিয়েটারের উদ্বোধন করা হয়। উপস্থিত শিক্ষার্থীদের দিনব্যাপী কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন আহাদ উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন হৃশাব্দিক থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মোঃ আকক্সা আলী, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক আহাম্মাদুল কবির, সহকারী অধ্যাপক মমিনুল ইসলাম,হৃশাব্দিক থিয়েটারের সহ-সভাপতি ইকবাল আহমেদ নিশাত, যুগ্ম সম্পাদক সুমন রোজেন, সাংগঠনিক সম্পাদক পল্লব সহ থিয়েটারের সকল শিক্ষার্থীরা। এ সময় “হৃশাব্দিক” থিয়েটারের সাধারণ সম্পাদক নাফিজ নাজমুল নাট্যকর্মীদের শুভেচ্ছা জানান এবং সংগঠনের সমৃদ্ধি কামনা করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply