রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৪০ অপরাহ্ন
বরিশাল থেকে নাজমুল সানীঃ— নদী ভাঙনের হাত থেকে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় বরিশাল শহরের অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখে শ্রীপুর ইউনিয়নের এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন।
শ্রীপুর নদী ভাঙন রক্ষা কমিটির ব্যানারে ইউনিয়নের ভাঙন কবলিত গ্রামের বাসিন্দারা এই মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
শ্রীপুর নদী ভাঙন রক্ষা কমিটির আহ্বায়ক মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন ইউপি মেম্বার মনিরুল ইসলাম পলাশ, নদী ভাঙ্গন রক্ষা কমিটির যুগ্ন আহবায়ক নাজমুল সানী, নদী ভাঙ্গন রক্ষা কমিটর সদস্য সচিত মো: আল আমিন, সদস্য, সাকিল আহমেদ, তানভরী আহমেদ, নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, কালাবদর, তেতুলিয়া ও কাজিরদুয়ানী নদীর মোহনাস্থল ঘিরে শ্রীপুর ইউনিয়নের অবস্থান। প্রতিবছর এ ইউনিয়নের শত শত একর ফসলি-বসতি জমি, বাজার ঘাট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বিলীন হয়ে গিয়েছে বাহেরচর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাগরিয়া সরকার প্রাথমিক বিদ্যালয়, শ্রীপুর দাখিল মাদ্রাসা, শ্রীপুর জামে মসজিদ, হাওলাদার বাড়ি জামে মসজিদ, ভূইয়া বাড়ি জামে মসজিদ, বাহেরচর কওমি মাদরাসা, শ্রীপুর মহিলা কওমী মাদ্রাসা, মন্দির সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। পাশাপাশি অব্যাহত নদী ভাঙনে প্রতিবছর বর্ষার সময় শ্রীপুর বাজার ও লঞ্চঘাটের অবস্থান বার বার পাল্টাতে হচ্ছে।
ইতোমধ্যে নদীগর্ভে বিলিন হয়ে গেছে সরকারি ভুমি অফিস, কমিউনিটি ক্লিনিকসহ পাঁচ শতাধিক বসত ঘর ও তিন শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। ভিটে মাটি হারিয়ে বিভিন্ন স্থানে একটু আশ্রয়ের আসায় ঘুরছে অনেক পরিবার। আর যারা আর্থিকভাবে স্বচ্ছল ছিলেন তারা চলে গেছে অন্যত্রে। নদী গর্ভে চলে গেছে শ্রীপুর ইউনিয়নের মুল অবকাঠামো।
মানববন্ধনে অংশ নিয়েছেন ইমাম হোসেন তিনি জানান, গ্রামের বহু মানুষের জমি আজ নদীতে। কেউ ৮/১০ বার ভাঙনের কবলে পড়ে সর্বশান্ত হয়েছেন। ভাঙন আতঙ্কে রাতে নদী পাড়ের মানুষ ঘুমাতেও পারছে না। কখন যে তাদের শেষ সম্বলটুকু নদীগর্ভে বিলীন হয়ে যাবে সেই আতঙ্কে দিন পার করছেন তারা।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply