বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১২ অপরাহ্ন
গাজীপুর (শ্রীপুর) থেকে সাইফুল আলম সুমনঃ— শ্রীপুর থানা পুলিশের অভিযানে আবদার ডাইনামিক কারস লিমিটেডের লুণ্ঠিত ১৬টি ইজিবাইক কভার্ডভ্যানসহ চট্রগ্রামের ফৌজদার হাট এলাকা থেকে আটক করে পুলিশ। তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে লুণ্ঠন হয়ে যাওয়া ১৮লাখ টাকার মালামাল রয়েছে কুমিল্লার চৌদ্দগ্রাম। রবিবার (২৮ জুলাই) দুপুরের পর লুণ্ঠনকারি যাচ্ছে সেখানে-এমন তথ্যে পুলিশ আগে থেকেই সেখানে বাদাম বিক্রেতা সেজে অবস্থান করছিল। পরে মোঃ রবিউল ইসলাম রুবেল (২৫) নামে ওই লুণ্ঠনকারি কভার্ডভ্যান চালককে গ্রেফতার করে তারা। রবিউল কুমিল্লার গ্রেফতারকৃতের দেওয়া তথ্যমতে চট্টগ্রামের ফৌজদারহাট থেকে মালভর্তি কভার্ডভ্যান (চট্টগ্রাম মেট্টো-১১-৬৯৩৯) উদ্ধার করা হয়। পরে লুণ্ঠিত ১৮সেট থ্রি হুইলার ইজিবাইক উদ্ধারের পর গাজীপুরে নিয়ে আসা হয়।
জানা যায়, শ্রীপুর উপজেলার আবদার ডাইনামিক কারস লিঃ নামে একটি কারখানা থেকে গত ২৪জুন ( সোমবার) রাতে ১৮সেট থ্রি হুইলার ইজিবাইক ভর্তি কভার্ডভ্যান মাদারীপুর পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করে। রাস্তা থেকে গাড়িসহ মালামাল লুণ্ঠন করে পালিয়ে যায় ড্রাইভার। এ বিষয়ে ওই কারখানার (নাহা গ্রুপ) মানবসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম বাদি হয়ে শ্রীপুর থানায় একটি মামলা করেন। মামলা তদন্তকারি অফিসার এসআই মো.আশরাফুল্লাহ ও পিএসআই মো.আহসানুজ্জামান অনুসন্ধানে মাঠে নামে।
আজ মঙ্গলবার সকালে প্রেস ব্রিফিংয়ে শ্রীপুর মডেল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, দীর্ঘ অভিযানে লুণ্ঠিত ১৮লাখ টাকার মালামালের মধ্যে ১৬লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রধান আসামি ড্রাইভার রবিউল ইসলামকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply