বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৩৯ অপরাহ্ন
রোমানা রুমুঃ— কোন ভুল করলে বা কোন কারনে কিছু ভুল হলে সাথে সাথে বিনম্র চিত্তে ক্ষমা চাওয়ার যথেষ্ট যোগ্যতা তাঁর আছে। অজানাকে জানার আগ্রহ, অচেনাকে চেনার বাসনা, অদেখাকে দেখার ইচ্ছা যার ভেতরে প্রবল, সৃজনশীলতার প্রত্যেকটা পর্যায়ে যার সংযুক্তি। সদা হাস্যলাপি, বিনয়ী একজন মানুষ, আমাদের সবার প্রিয় রোমানা রুমু। প্রথম আলো, যুগান্তরের মত স্বনামধন্য পত্রিকায় দীর্ঘদিন কাজ করেছেন, দেশের প্রথম সারির বিভিন্ন বাংলা, ইংরেজি পত্রিকায় তাঁর বহু লেখা ছাপা হয়েছে। বাংলাদেশ বেতারের স্বরচিত কবিতার অনুষ্ঠান “যুব-তরঙ্গের” নিয়মিত শিল্পী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের ডিবেটিং সোসাইটির সক্রিয় সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের বিভিন্ন অনুষ্ঠানের আলোচিত কবি। জাতীয় কবিতা উৎসবের নিয়মিত কবি এবং আবৃত্তিকার। তাঁর রচিত প্রথম কবিতার বই “প্রেমের রোদে স্নান” পাঠক সমাজে ব্যাপক আলোচিত এবং প্রশংসিত হয়েছে। তরুণ কবি এবং লেখক হিসেবে সাহিত্য অঙ্গনে বীরদর্পে তাঁর আগমন। ২০২০ সালের অমর একুশে বই মেলায় তাঁর সর্বমোট পাঁচটি বই প্রকাশিত হবে। এর মধ্যে সূচীপত্র থেকে প্রকাশিত ছোটগল্পের বই “প্রেম ও অপ্রেমের পান্ডুলিপি,, অনুবাদের বই ” থিংকিং ফাস্ট এন্ড স্লো।”।
হাওলা প্রকাশনী থেকে প্রকাশিত দ্বিতীয় কবিতার বই “হলুদ ঘাসে জলোচ্ছ্বাস”। চর্চা প্রকাশনী থেকে প্রকাশিত বিশ্বনন্দিত অনুবাদের বইঃ— দি লাস্ট লেকচার, দি এনার্জি বাস
ঢাকাস্থ বেগমগঞ্জ-সোনাইমুড়ি ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সফল সভাপতি তিনি। সাংগঠনিক নৈপুণ্য তাঁর এক কথায় অসাধারণ। গুণী এই মানুষটি ১৯৮৮ সালের ৭ আগস্ট নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার ভানুয়াই গ্রামের এক সমভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেন। দুই ভাই এক বোনের মধ্যে সবার ছোট। শ্বশুরবাড়ি চাটখিল উপজিলার গোপাইরবাগ ডেপুটি বাড়ি। বাবা মোঃ মুজিবুল হক অবসরপ্রাপ্ত সরকারী চাকুরীজীবী। মা সাহেলা হক সুগৃহিণী। স্বামী মোঃ তারিক হোসেন একটি স্বনামধন্য ঔষধ কোম্পানির ফিলিপাইন শাখার প্রধান। একমাত্র ছেলে আফিফ আবরারের বয়স দুই বছর।
এই উদীয়মান কবি প্লাস সাহিত্যেকের জন্য শুভ কামনা।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply