বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:১০ অপরাহ্ন
মোঃ রাকিবুল হাসানঃ— বাংলাদেশে একজন শিক্ষার্থীর স্নাতোকোত্তর পাশ করতে সময় লাগে প্রায় ২৭ থেকে ২৮ বছর। সরকারী চাকুরীতে প্রবেশের বয়স ৩০ বছর হওয়ার ফলে সরকারী চাকুরীতে আবেদনের সময় পান একজন শিক্ষার্থী মাত্র ২/৩ বছর । এমন অবস্থা কোন শিক্ষার্থীই মেনে নিতে চাননা । কারণ সরকারী চাকুরী পাওয়ার ক্ষেত্রে ২/৩ বছর সময় একজন শিক্ষার্থীর নিকট খুবই অল্প সময় । উচ্চ শিক্ষায় শিক্ষিত যুব সমাজ হচ্ছে আমাদের দেশের মূল্যবান সম্পদ । এই যুব সমাজ কে কাজে লাগিয়ে দেশে ও জাতির উন্নয়ন করা সম্ভব । যদি শিক্ষিত যুব সমাজকে সঠিক ভাবে কাজে না লাগানো যায় তাহলে এই যুব সমাজ বিপদগামী হয়ে যাওয়ার সম্ভাবনাও অনেকাংশে থেকে যায় ।
পৃথিবীর প্রায় ১৬২ টি স্বাধীন দেশে সরকারী চাকুরীতে প্রবেশের বয়স ৩৫-৫৯ বছর । বাংলাদেশে ১৯৯১ সালে সরকারী চাকুরীতে প্রবেশের বয়স ২৭ থেকে ৩০ বছর বৃদ্ধি করা হয় । দীর্ঘ প্রায় আড়াই যুগের বেশি সময় অতিবাহিত হলেও চাকুরীতে প্রবেশের বয়স বৃদ্ধি করা হয়নি । বিভিন্ন দেশে চাকুরীতে প্রবেশের বয়স যেমন, কানাডায়-৫৯, সুইডেনে-৪৭, যুক্তরাষ্ট্রে-৫৯, ভারতের পশ্চিম বঙ্গে-৪০, শ্রীলঙ্গাতে-৪৫, ফ্রান্সে-৪০, কাতারে-৩৫, ইতালিতে-৩৫, ইন্দোনেশিয়াতে-৪৫ এবং এঙ্গোলাতে -৪৫ বছর। তাহলে বাংলাদেশে সরকারী চাকুরীতে প্রবেশের বয়স ৩৫ বছর হবে না । বর্তমান প্রেক্ষাপটে ৩৫ বছরই সরকারী চাকুরীতে প্রবেশের সঠিক ও সর্ব মহলের নিকট গ্রহন যোগ্য সময়সীমা ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply