বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— জলবায়ুর পরিবর্তনে পটুয়াখালীর গলাচিপা ও রাংগাবালীসহ দক্ষিণাঞ্চলের সাগর মোহনায় বাগদা পোনার সংকট দেখা দিয়েছে। ফলে উপকুলীয় এলাকায় চিংড়ি চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বাগদা পোনা আহরণের সঙ্গে জড়িত জেলে-শ্রমিক ও ব্যবসায়ীরা কর্মহীন হয়ে পড়েছে। গলাচিপা, রাংগাবালীর নদী সংলগ্ন সাগরের একটা অংশ জুড়ে রয়েছে প্রাকৃতিকভাবে বাগদা আহরণের বিরাট ক্ষেত্র। ওই এলাকায় জনসাধারণের একটি অংশ পোনা আহরণ পেশায় জড়িত। প্রতি বছর জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত চলে পোনা আহরণের কাজ।
জলবায়ুর পরিবর্তনের কারণে নদীতে তেমন পোনা না থাকায় এ পেশায় নির্ভরশীল পরিবারগুলো চরম অভাব-অনটনের মধ্যে দিনাতিপাত করছে। প্রাকৃতিক বাগদা পোনার ওপর নির্ভর করে সমগ্র উপকুলীয় এলাকায় চিংড়ি ঘের গড়ে উঠেছে।
গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, বিদেশ থেকে ডিম এনে নার্সারির মাধ্যমে কিছু বাগদা পোনা উৎপাদন হলেও প্রাকৃতিকভাবে আহরণকৃত পোনার ওপর নির্ভর করছে চিংড়ি ঘের মালিকরা।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply