বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫১ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি মোঃ রাকিবুল হাসানঃ— করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে ঘরে থাকা অসহায়, দুস্থ, দরিদ্র খেটে খাওয়া, বেকার হয়ে পড়া মানুষের মাঝে পাবনা জেলার সাঁথিয়া উপজেলাধীন কাশিনাথপুরে সাজেদা ফাউন্ডেশনের ১৪৩ নং শাখার উদ্দ্যোগে খাদ্য দ্রব্যে ও অন্যান্য সামগ্রী বিতরণ করেছেন ।
আমরা জানি সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে । যার ফলে আমাদের বাংলাদেশে দেশে এই ভাইরাস কিছুটা হলেও হানা দিয়েছে । তাই এই মরণঘাতি ভাইরাস যেন আমাদের দেশে সর্বত্র ছড়িয়ে না পড়ে তার জন্য সরকার ঘোষিত নানা ধরনের কর্মসুচী গ্রহণ করেছেন । যার ফলে আমাদের দেশের সকল শ্রেণী পেশার মানুষদেরকে ঘরে থাকতে বলা হয়েছে । প্রয়োজন ছাড়া যেন আমরা কেহ বাহিরে ঘোরাফেরা না করি এব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ঠ তৎপর রয়েছে । এমন পরিস্থিতিতে দেশের সকল ক্ষেত্রে জনসাধারণের জীবনযাত্রা ও ব্যবসা বানিজ্য স্থবির হয়ে পড়েছে । বিশেষ করে স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষ গুলোর আয় রোজগারের পথ প্রায় বন্ধ হয়ে গেছে । এমন পরিস্থিতিতে সাজেদা ফাউন্ডেশন কাশিনাথপুর শাখা বেকার, কর্মহীন, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্দ্যোগ গ্রহণে এলাকার মেহনতি কর্মহীন সাধারণ মানুষ খুবখুশি ও আনন্দিত হয়েছেন । কারণ এমন মহামারী দুযোর্গের মহুর্তে তাদেরকে ত্রাণ সামগ্রী দিয়ে সহযোগিতা করায় প্রতিষ্ঠানটির প্রতি এলাকাবাসী কৃতজ্ঞ ।
সাজেদা ফাউন্ডেশনের উদ্দ্যোগে আয়োজিত ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসুচী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মীর মনজুর এলাহী (চেয়ারম্যান) কাশিনাথপুর ইউনিয়ন পরিষদ, জনাব রেজাউল হক মিয়া (বাবু) চেয়ারম্যান জাতসাখিনী ইউনিয়ন পরিষদ প্রমুখ সহ
সাজেদা ফাউন্ডেশন কাশিনাথপুর শাখার উর্ধতন কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply