মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০১:২৪ অপরাহ্ন
সাটুরিয়া থেকে আবুবকর সিদ্দিকঃ— মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় সাটুরিয়া বাজারে গত দুইদিন দোকানে দোকানে গিয়ে সতর্ক করা হয়েছিল চাউল ব্যবসায়ীদের ।
আরও পড়ুনঃ মানিকগঞ্জ জেলা সবুজ পরিবেশ আন্দোলনের উদ্যোগে সাটুরিয়ায় পথচারীর মাঝে মাক্স ও সাবান বিতরণ
রবিবার সকালে সাটুরিয়া উপজেলার সকল চাউল ব্যবসায়ীদের বলা হয়েছিল উপজেলার মুল আড়তদার থেকে চাউল কিনতে সেখানে উপজেলা নির্বাহী অফিসার জনাব আশরাফুল আলম সকাল ৮টা থেকে উপস্থিত ছিলেন যেন সঠিক দামে ব্যবসায়ীরা চাল কিনতে পারে। এরপরে সাটুরিয়া বাজারে উপজেলা খাদ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে পাঠানো হয় ছদ্মবেশী ক্রেতা হিসেবে। সব দোকানে দাম সঠিক থাকলেও একটা দোকানে অতিরিক্ত দাম চায়। তাকে অতিরিক্ত দামে চাল কিনতে বলে। ঘটনাস্থলে যান সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম । বেশি দামে চাল বিক্রি করায় আড়তদার আব্দুল আউয়ালকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম জানান ছদ্মবেশে অবাধ্য ধরা চলমান থাকবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply