বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৪০ অপরাহ্ন
মানিকগঞ্জ (সাটুরিয়া) থেকে আবুবকর সিদ্দিকঃ মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় শুক্রবার (১৭ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ) বিকেল ৪ ঘটিকায় শত বছরে পুরানো ঐতিহ্যবাহী ধূল্যা শিব মেলা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধূল্যা শিব মেলা পরিচালনা কমিটির সভাপতি, সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু।
ধূল্যা শিব মেলার বিষয়ে ধূল্যা শিব মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য রাজ্জাক হোসাইন (রাজ) জানান, এ বছর সাটুরিয়ায় তারুণ্যদের উদ্যোগে ও স্হানীয় জনপ্রতিনিধিদের, প্রশাসনের দিক নির্দেশনায় হারিয়ে যাওয়া শত বছরের পুরাতন ঐতিহ্যবাহী ধূল্যা শিব মেলা পুনরায় জাঁকজমকভাবে আয়োজনের করার উদ্যোগ গ্রহন করা হয়েছে এ জন্য সকলের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত কর্মকর্তা) মেহেদী হাসান, ধূল্যা শিব মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাবু কার্তিক চন্দ্র সাহা, প্রতিষ্ঠাতা সভাপতির কর্ণধার বাবু অরুপ রায়, বাবু পরিতোষ সাহা, এ্যাপোলা ঘোষ, রঘুনাথ সাহা সহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন লোকজন স্হানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত এলাকাবাসী ও মন্দির কমিটি নেতাকর্মীরা মেলা পরিচালনা কমিটির গঠন করে। ৫ ই ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ইং শনিবার থেকে পূণ্যস্নানের আয়োজন করা হয়েছে। মেলায় সার্কাস ও শিশুদের জন্য বিভিন্ন বিনোদনের ব্যবস্থা রয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply