মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন
সাটুরিয়া থেকে আবুবকর সিদ্দিকঃ— মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮ ঘটিকায় উপজেলার উত্তর কাউন্নারা এলাকায় নিজ বাড়ি থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে সাটুরিয়া থানা পুলিশ। স্হানীয় এলাকাবাসীরা জানায় সকালে ঘরের ভিতর দুই জনের লাশ দেখে থানা পুলিশ কে অবহিত করে। ঘটনাস্থলে সাটুরিয়া থানা পুলিশ এসে নিহত মোসাঃ পারভিন বেগম(২৭) ও নূর মোহাম্মদ(৭) এর মরদেহ উদ্ধার করেন। নিহত পারভীন কাউন্নারা গ্রামের প্রবাসী মজনু মিয়ার স্ত্রী ও নূর মোহাম্মদ ছেলে।
আরও পড়ুনঃ সাটুরিয়ায় অটো টেক্স গ্রুপের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ
এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি মতিয়ার রহমান মিঞা সাংবাদিকদের জানান, রাতের কোনো এক সময় নিজ ঘরে পারভিন ও নূর মোহাম্মদকে খুন করা হয়েছে। সকালে নিহতদের মরদেহ দেখে পুলিশকে খবর দেন স্হানীয় এলাকাবাসীরা। নিহত মা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের আঁধারে বাড়িতে ঢুকে ঘুমন্ত মা ও ছেলেকে হত্যা করে থাকতে পারেন। এ হত্যাকাণ্ডে জড়িত কারা তা এখনি স্পষ্ট নয়। এ ব্যাপারে সুষ্টু তদন্ত্য করে বিস্তারিত জানা যাবে বলে জানান সাটুরিয়া থানা পুলিশ কর্মকর্তা।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply