বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩১ অপরাহ্ন
সাটুরিয়া থেকে আবু বকর সিদ্দিকঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সবুজ পরিবেশ আন্দোলনের আহবায়ক কমিটি গঠিত। শুক্রবার (১০জুলাই) মানিকগঞ্জ জেলা শাখার অধিনস্তে সাটুরিয়া উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
সাটুরিয়া উপজেলা সবুজ পরিবেশ আন্দোলনের আহবায়ক কমিটিতে আহবায়ক হিসাবে আমিনুল ইসলাম সেলিম ও হাবিবুর রহমান হাবিবকে যুগ্ম আহবায়ক করে ৩০ সদস্য বিশিষ্ট সবুজ পরিবেশ আন্দোলনের সাটুরিয়া উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
মানিকগঞ্জ জেলা সবুজ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন রাজ আহবায়ক কমিটি অনুমোদন দেন। আহবায়ক কমিটির বিষয়ে রাজ্জাক হোসেন রাজ জানান, সবুজ পরিবেশ আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক গতিশীলতা জন্যই সাটুরিয়া উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সবুজ পরিবেশ আন্দোলনের কেন্দ্রীয় কার্য নির্বাহী সভাপতি শ্রদ্ধেয় দেলোয়ার হোসেন এবং আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটির সদস্য মিজানুর রহমান রুবেলের দিক নির্দেশনায় আমরা জেলার প্রতিটি উপজেলায় আহবায়ক কমিটির অনুমোদন দিব। তার ধারাবাহিকতা শুক্রবার সাটুরিয়া উপজেলা শাখার সবুজ পরিবেশ আন্দোলনের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এবং ২ মাসের মধ্যে সাটুরিয়া উপজেলার ৯ টি ইউনিয়নে পূনাঙ্গ কমিটি গঠনের নিদের্শ ও তাদের দেওয়া হয়েছে। কয়েক মাসের মধ্যে জেলার সব উপজেলার কমিটির দেওয়া হবে। আমাদের লক্ষ ও উদ্দেশ্য একটি সবুজ বেষ্টনিযুক্ত বাসযোগ্য মানিকগঞ্জ গড়ে তোলা এবং সর্বপরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্যামল বাংলাদেশ গড়ে তোলা।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply