শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন
সাটুরিয়া থেকে আবুবকর সিদ্দিকঃ— মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ধানকোড়া ইউনিয়নের উত্তর বরুন্ডী গ্রামে বিল্টু নামের এক যুবকের (৩০)করোনা ভাইরাসে রোগে আক্রান্ত হয়েছে। তাকে নিজ বাড়িতেই আইসোলেশনে রেখেছেন সাটুরিয়া উপজেলা প্রশাসন।
আরও পড়ুনঃ ঝালকাঠিতে বৃষ্টিবাদল উপেক্ষা করে প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ সহায়তায় কাউন্সিলর হাফিজ
বিষয়টি সাটুরিয়া উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ মামুন উর রশিদ নিশ্চিত করে জানান এর আগে ঐ যুবক সহ তার পরিবারের সদস্যদের ৩ দিন ধরে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল । আক্রান্ত যুবক মানিকগঞ্জে একটি বরফ কারখানায় শ্রমিক হিসেবে কাজ করত। গত শুক্রবার দুপুর ১ টার সময় রিপোর্ট আসে সে করোনা রোগে আক্রান্ত হয়েছে। তাকে আপাতত নিজ গ্রামের বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে ডাক্তারের ভুল চিকিৎসার কারণে নারীর মৃত্যুর অভিযোগ
মঙ্গলবার দুপুরে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মতিয়ার রহমান মিঞা ও সাটুরিয়া থানার ওসি তদন্ত্য আবুল কালাম আজাদ করোনা আক্রান্ত রোগীর বিল্টুর বাড়ি যান এবং তার শাররিক অবস্থার খুজ নেন। সে সময় তার ও পরিবারের জন্য খাদ্য সামগ্রী উপহার হিসাবে, চাল, ডাল, আলু, পেঁয়াজ, তৈল, শাক সবজি, ফলমূল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়ে আসেন সাটুরিয়া থানা পুলিশ ।
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিয়ার রহমান মিঞা জানান, মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় সাটুরিয়া উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে আমরা রাত দিন পরিশ্রম করে যাচ্ছি। মানিকগঞ্জ জেলা লকডাউনের আওতায় আছে তাই আইসোলেশনে রাখা যুবকের ও তার পরিবারের খুজ নেয় আমরা তারা কিভাবে চলছে । করোনা আক্রান্ত রোগীকে ভয় না করে তাদের ভালবাসা ও সু-চিকিৎসার ব্যবস্তার মধ্যে তাদের সুস্থ করে তুলতে হবে। সে সাথে সবাই সর্তক থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি দিকনির্দেশনা মেনে উপজেলাবাসীকে কাজ করার আহব্বান জানান।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply