বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২০ অপরাহ্ন
সাতক্ষীরা থেকে ইকবাল কবীরঃ— সাতক্ষীরায় এই প্রথম করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। করোনা আক্রান্ত ওই ব্যাক্তির নাম মাহমুদুর রহমান সুমন (৩২)। তিনি একজন মেডিকেল টেকনিশিয়ান।
এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তার বাড়িসহ তার আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে এবং লাল পতাকা টানানো হয়েছে।
আরও পড়ুনঃ ইবির তিন শিক্ষার্থী পাচ্ছে প্রমিজ ফেলোশিপ
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী জানান, সাতক্ষীরায় এই প্রথম করোনা রোগী সনাক্ত হয়েছে। একই বাড়িতে বসবাসকারী তার বাবা, মা, স্ত্রী ও সন্তানের নমুনা সংগ্রহ করা হয়েছে। যা পিসিআর ল্যাবে পাঠানোর প্রস্তুতি চলছে।
আক্রান্ত মাহমুদুর রহমান সুমন শহরের উত্তর কাটিয়া এলাকার আমিনুর রহমানের ছেলে ও যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনিশিয়ান।
আরও পড়ুনঃ পোরশায় নিতপুর বিজিবি কর্তৃক দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ
তিনি প্রতিদিন সাতক্ষীরা থেকে শার্শায় গিয়ে অফিস করতেন। সেখানে তিনি করোনার উপসর্গ নিয়ে যশোর পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করান। আজ সকালে তার মেডিকেল রিপোর্ট পজিটিভ আসে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।
এদিকে, তার করোনা ভাইরাসে আক্রান্তের খবরে জেলা শহরের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ আর উৎকণ্ঠা বিরাজ করছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply