মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন
সাতক্ষীরা থেকে ইকবাল কবীরঃ— মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাতক্ষীরার তালা উপজেলায় ২ জন নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার কুমিরা মহিলা ডিগ্রী কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুনঃ বেতাগীতে গ্রাম মহল্লার হাট-বাজারে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ, স্প্রে ও মাইকিং অব্যাহত
দূর্ঘটনায় নিহতরা হলেন- তালা উপজেলার শাকদহ গ্রামের মাদার মন্ডলের ছেলে ও পাটকেলঘাটা হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র আশিষ কুমার মন্ডল (১৭) এবং একই গ্রামের শিবপদ মন্ডলের ছেলে ও ইসলামকাটি টেকনিক্যাল এন্ড বিএম কলেজের একাদশ শ্রেণির ছাত্র মুকুন্দ কুমার মন্ডল (১৯)।
আরও পড়ুনঃ অযথা জনসমাগম না করার আহবানঃ খানমরিচে ইউপি চেয়ারম্যান
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে তালার মির্জাপুর এলাকা থেকে আশিষ ও মুকুন্দ মন্ডল একটি মোটরসাইকেলে পাটকেলঘাটার দিকে যাচ্ছিলেন। এ সময় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি ওষুধবাহী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মটরসাইকেলে থাকা দুই যুবক গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই তাদের মৃত্যু হয়।
আরও পড়ুনঃ না ফেরার দেশে ইবির শিক্ষার্থী খাদেমুল হারামাইন
এবিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ সড়ক দুর্ঘটনায় ওই দুই যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে যায়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply