শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন
ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থেকে এম বি রিয়াদঃ–– রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র নেতা রেজওয়ানুল ইসলাম সানি হত্যার খুনীদের বিচারের হাইকোটের রায় কার্যকর করার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যায়ে (ইবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালের সামনে শাখা ছাত্র-মৈত্রী এটির আয়োজন করে। এর আগে রেজওয়ানুল ইসলাম সানির স্মরণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদন ও ১ মিনিট নিরবতা পালন করেন সংগঠনটির নেতা কর্মীরা।
মানববন্ধনে ছাত্র-মৈত্রী ইবি শাখার সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মুতাসিম বিলাহ পাপ্পু, সহ-সভাপতি আকতার হোসেন আজাদ এবং শামিমুল ইসলাম সুমন সহ অন্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ ঢাবি শিক্ষার্থীকে ধর্ষনের প্রতিবাদে ইবিতে মানববন্ধন
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বাংলাদেশ ছাত্র-মৈত্রীর সর্বশেষ শহীদ রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র-মৈত্রীর সহ সভাপতি রেজওয়ানুল ইসলাম সানি । ২০১০ সালের ৭ জানুয়ারি সন্ত্রাস, দখলদারিত্ব, ভর্তি বাণিজ্যের বিরুদ্ধে এবং দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লড়াই করতে গিয়ে ছাত্রলীগের অতর্কিত হামলায় নিহত হয়েছিলেন তিনি। ২০১২ সালের শেষের দিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে সানি হত্যার রায় হয়। রায়ে প্রধান আসামি নিজাম ও তুষারের মৃত্যুদন্ডসহ হত্যাকান্ডে জড়িত অন্যদের যাবজ্জীবন এবং ১০ বছরের স্বশ্রম কারাদন্ড প্রদান করা হয়। হত্যার দশ বছর পেরিয়ে গেলেও বিচারের রায় সুষ্ঠুভাবে কার্যকর হয়নি। আমরা অনতিবলম্বে সানি হত্যার খুনীদের বিচারের রায় কার্যকর করার দাবি জানাচ্ছি।’
আরও পড়ুনঃ পটুয়াখালীতে জেলা পর্যায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
উল্লেখ্য, ছাত্রলীগের ভর্তি বাণিজ্যের প্রতিবাদ করায় রাজশাহী পলিটেকনিকের ছাত্র শাখা ছত্র-মৈত্রীর তৎকলীন সহ সভাপতি রেজওয়ানুল ইসলাম চৌধুরী সানিকে হত্যা করা হয়। ছাত্রলীগের নিজাম-তুষার গ্যাং ২০১০ সালের ৭ জানুয়ারি তাকে হত্যা করে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply