বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩২ অপরাহ্ন
সাভার প্রতিনিধিঃ— সাভারের আশুলিয়ায় একটি প্লাস্টিক রিসাইকেল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে আশুলিয়ার দুর্গাপুর মন্ডল পাড়া এলাকার মন্ডল রিসাইকেল কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুনঃ বেতাগীতে শিশু শিক্ষার্থী তামিমা হত্যার ৩ মাসেও রহস্য উদঘাটিত হয়নি
খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। কিন্তু ততোক্ষনে কারখানায় থাকা একটি পিকাপসহ সমস্ত মালমাল পুড়ে ছাই হয়ে যায়।
আরও পড়ুনঃ সাটুরিয়ায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১২ টার দিকে মন্ডল রিসাইকেল কারখানার গুডাউন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পুড়ো কারখানায় ছড়িয়ে পড়ে। এসময় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করে।
আরও পড়ুনঃ স্বাধীনতার মুল স্বাদ দিতেই সামাজিক নিরাপত্তা বেস্টনির ব্যবস্থা করেছে সরকার ‘আমির হোসেন আমু এমপি’
কারখানার ম্যানেজার হারুন অর রশিদ বলেন, রাতে ঘুমিয়ে ছিলাম হঠাৎ আগুন লাগার কথা জানেত পারি। এসময় দ্রুত মটর ছেড়ে কারখানার নিজস্ব উৎস থেকে আগুন নেভানোর চেষ্টা চালাই। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা সব জায়গায় ছড়িয়ে পড়ে। আগুনে কারখানায় থাকা একটি পিকাপসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে আমাদের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা ধারণা করছি কে বা কারা আমাদের কারখানায় আগুন লাগিয়ে দিয়েছে। তা না হলে এখানে একা একা আগুন লাগতে পারে না। কারন এখানে বিদ্যুৎ কিংবা গ্যাস কিছু ছিল না।
আরও পড়ুনঃ পটুয়াখালী পুরাতন বাজারে ২৮৪ কেজি নিষিদ্ধ পলিথিনসহ আটক ০১ জন
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন কাজে যোগ দেই। পরে তিনটি ইউনিটের প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তবে কিভাবে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমান বলা যাচ্ছে না।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply