বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ সাভারের আশুলিয়ায় গত বৃহস্পতিবার (১৩ জুলাই ২০২৩ইং) গণস্বাস্থ্য কেন্দ্র নারীপক্ষে আয়োজনে ৩ দিনব্যাপী তরুণ নারী সম্মেলন শুরু হয়েছে। এই তরুণ নারী সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে- টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ এর আলোকে নারীর অবস্থা ও অবস্থান পরিবর্তনে তরুণ নারীদের সম্পৃক্ততা বাড়ানো এবং তরুণ নারীদের অংশগ্রহণে নারী আন্দোলনকে আরও শক্তিশালী ও বিস্তৃতকরণ। এই সম্মেলনে সারাদেশ থেকে ২০০ জন তরুণ নারীসহ বিভিন্ন পর্যায়ের ৩০০ জন নারী অধিকার কর্মী অংশগ্রহণ করেছেন।
আজ শনিবার (১৫জুলাই) সম্মেলনের ৩য় দিন, সকাল ৯.০০ টায় সবাইকে নিয়ে মুক্ত আলোচনার মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। আলোচনার বিষয় ছিল- ৭১‘এর যে নারীদের ভুলেছি এবং যুদ্ধ সন্তান। অধিবেশনটি সঞ্চালনা করেন নূরে মাকসুরাত সেঁজুতি, সদস্য, নারীপক্ষ।
প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন ডাঃ সেলিনা হায়াৎ আইভী, মাননীয় মেয়র, সিটি করপোরেশন নারায়নগঞ্জ। তিনি বলেন, নারীরা পরিবার সমাজ সকল ক্ষেত্রেই নানাবিধ বাধার সম্মখীন হয়। নিজে অধিকার আদায়ে সাহস নিয়ে কথা বলুন, যে নারীর সাহস আছে সে নারী এগিয়ে যেতে পেরেছে। নারীর এগিয়ে চলায় শিক্ষার গুরুত্ব অপরিসীম। নিজের কন্যা সন্তানকে জমি/সম্পত্তি না দিয়ে তাকে শিক্ষার আলোতে আলোকিত করতে হবে। উপস্থিত তরুন নারী নেত্রীদের উদ্দেশ্য কে তিনি বলেন, সর্বপ্রথম নিজের শক্তি সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, নিজেকে পাল্পাতে পারলে সমাজকে পাল্টানো সম্ভব।
এই অধিবেশনে আলোচক হিসেবে বক্তব্য রাখেন- ড. ফিরদৌস আজীম, সদস্য, নারীপক্ষ – তিনি তাঁর বক্তব্যে বীরাঙ্গনা ও যুদ্ধ সন্তানদের নিয়ে নারীপক্ষ’র উদ্যোগ সমূহ তুলে ধরেন এবং আলোচনার পাশাপাশি বীরাঙ্গনাদের দের নিয়ে নির্মিত প্রামাাণ্য চিত্র প্রদর্শনী করা হয় এবং প্রশ্নোত্তর পর্ব ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে মুক্ত আলোচনা করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ডাঃ নায়লা জামান খান, নিউরোলজিস্ট, বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা শিশু হাসপাতাল (১৯৯২-২০১৮)। এছাড়া আরও বক্তব্য রাখেন, আফরোজা সোমা, কবি, প্রাবন্ধিক ও নারীবাদী গবেষক, ব্যারিস্টার রাশনা ঈমাম, সুপ্রীম কোর্ট, বাংলাদেশ।
ফেরদৌসী আখতার ও রীনা রায়, সদস্য, নারীপক্ষ এবং রেহানা সামদানী, সদস্য, নারীপক্ষ সঞ্চালনায় সমাপনি বক্তব্য রাখেন সভা প্রধান ড. ফিরদৌস আজীম, সদস্য, নারীপক্ষ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply