মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ মঙ্গলবার সন্ধ্যায় পৃথক ঘটনায় সাভার ও ধামরাই থেকে অজ্ঞাত এক কিশোরসহ তিনজনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যায় সাভারের আনন্দপুর মহল্লার একটি পুকুরে অজ্ঞাত এক (১৬) কিশোরের লাশ দেখতে পায়। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। নিহত ওই কিশোরের সাথে একটি ভাতের বাটিও উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী বলছে অজ্ঞাত ওই কিশোরকে হত্যা করা হয়ে থাকতে পারে।
অন্যদিকে একই সময়ে সাভারের আনন্দপুর মহল্লার একটি ভাড়া বাড়ি থেকে আমেনা খাতুন নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে সাভার থানা পুলিশ। তার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে ময়না তদন্তের পরে জানা যাবে এ দুটি হত্যাকান্ড না আত্মহত্যা। এঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে ঢাকার ধামরাই থেকে খলিলুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সোমভাগ ইউনিয়নের চাপিল গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply