বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন
চট্টগ্রাম থেকে জোবাইর বিন জিহাদীঃ— সামাজিক সেচ্ছাসেবী সংগঠন রেইনবো এর সবুজায়নের লক্ষ্যে “বৃক্ষরোপন কর্মসূচি-২০১৯ পালিত হয় ৭ই সেপ্টেম্বর রোজ শনিবার।
চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার চরতী ইউনিয়ের, চরতী মুহাম্মদিয়া (স.) সিনিয়র মাদ্রাসা ও দক্ষিন চরতি মজিদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী করেন রেইনবো পরিবারের উপদেষ্ঠা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের অধ্যাপক ডক্টর সানাউল্লাহ চৌধুরী।
এতে আরো উপস্থিত ছিলেন, মজিদিয়া মাদ্রাসার সুপার মৌলানা আবু ইউছুফ, মুহাম্মদিয়া (স.) সিনিয়র মাদ্রাসার সহকারী সুপার মাওলানা ওমর ফারুক, শিক্ষক নুরুল কাদের আল কাদেরী, আজিজুর রহমান ও কৃষি শিক্ষক জহিরুল ইসলাম। এছাড়াও রেইনবো পরিবারের সকল সদস্য, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বিভিন্ন বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা লাগানো ছাড়াও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ে ছাত্র-ছাত্রীদের অবহিত ও সচেতন করা হয়। বেশি বেশি বনজ, ফলজ ও ঔষধি গাছ লাগাতে শিক্ষার্থীদের উদ্ধুদ্ধ করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply