রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন
নাটোর (সিংড়া) থেকে রবিন খানঃ— নাটোরের সিংড়ায় জীববৈচিত্র্য রক্ষা, পাখি নিধন বন্ধে সচেতন করার লক্ষে দিনব্যাপী প্রচার, প্রচারনা ও লিফলেট বিতরন করা হয়েছে।
শনিবার সিংড়া পৌর এলাকার বিভিন্ন মহল্লা ও মোড়ে মোড়ে জনসাধারণকে সচেতন করার জন্য লিফলেট বিতরন করা হয়। চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষন ফোরামের কর্মীরা এসব প্রচারনা করেন। দুপুরে আলহাজ্ব আব্দুর রহিম উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ পাকুন্দিয়ায় শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত
এসময় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি ও সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি রাজু আহমেদ, সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ সৈকত, শিক্ষক রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, মডেল প্রেসক্লাব সহ সভাপতি আনোয়ার হোসেন আরিফ, দপ্তর সম্পাদক সামাউন আলী, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, পরিবেশ কর্মী ফজলে রাব্বী, সাদ্দাম হোসেন শান্ত প্রমূখ।
এসম বক্তারা বলেন, জীববৈচিত্র্য রক্ষা, পাখি নিধন বন্ধ, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনসহ পরিবেশ বিনষ্ট থেকে সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে।
উল্লেখ্যঃ পরিবেশের জন্য দীর্ঘদিন থেকে কাজ করে আসছে। চলনবিল পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ করে সচেতন করার মাধ্যমে পরিবেশ বান্ধব করতে বদ্ধ পরিকর।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply