রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন
সিরাজগঞ্জ থেকে এস এম আশরাফুল ইসলাম জয়ঃ— সিরাজগঞ্জে আগামিকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ ঘটিকার সময় সহকারি শিক্ষকদের ১১তম ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড সহ ০৭ দফা দাবীতে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের অফিস চত্বরে মানব বন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেএী দেশরত্ন শেখ হাসিনা বরাবর স্মারক লিপি প্রদান করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আমিনুর ইসলাম ও সাধারন সম্পাদক মোঃ মাসুদ রানা।
সংগঠনের নেতারা জানান, সরকারের নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের প্রতিশ্রুতি দেন। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বিভিন্ন অনুষ্ঠানে সহকারী শিক্ষকদের, প্রধান শিক্ষকদের পরের গ্রেড তথা ১১তম গ্রেডে বেতন দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু হঠাৎ করে কর্তৃপক্ষ নতুন করে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টি করে তাদের ১১তম গ্রেডে ও প্রধান শিক্ষকদের ১০তম গ্রেডে বেতনের প্রস্তবনা নীতিগতভাবে চূড়ান্ত করেছেন। ফলে প্রাথমিক সহকারী শিক্ষকদের উদ্দেশ্য পূরণ না হওয়ায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির পূর্ব ঘোষিত কর্মসুচির অংশ হিসাবে আগামীকাল এই মানব বন্ধনের ডাক দিয়েছেন। মানব বন্ধনে জেলা উপজেলার সকল সহকারি শিক্ষকরা অংশগ্রহন করবেন বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply