বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন
সিরাজগঞ্জ থেকে এস এম আশরাফুল ইসলাম জয়ঃ— সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিশু থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে দ্বিতীয়বারের মতো ‘বিজয় ফুল’ তৈরি, গল্প ও কবিতা রচনা, কবিতা আবৃতি, চিত্রাঙ্কন, একক অভিনয়, চলচ্চিত্র নির্মাণ এবং দলগত দেশাত্মবোধক ও জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল থেকে মিরপুর, চরমিপুর, মালশাপাড়া, চররায়পুর, মোহাম্মাদিয়া, হৈমবালা, শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ প্রতিটি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ে স্কুল পর্যায়ে বিজয় ফুল তৈরির প্রতিযোগিতা করতে দেখা যায়। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয়, তৃতীয়দের মাঝে পুরুস্কার বিতারণ করা হয়।
আরো পড়ুনঃ– সিরাজগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে’তে মিরপুর ১৫ ওয়ার্ডের কমিউনিটি পুলিশিংয়ের অংশগ্রহণ
মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের বিজয় ফুল তৈরী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান শিক্ষক আকতারী খানম বলেন, জাতীয় ফুল শাপলাকে বিজয় ফুলের প্রতীক বিবেচনা করে ‘বিজয় ফুল’ তৈরি করা হয়েছে। বিজয় ফুলের ছয়টি পাপড়ি থাকে, যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফাকে স্মরণ করে। এছাড়া বিজয় ফুলের মাঝে একটি কলি আছে, যা পাপড়ির সঙ্গে যুক্ত হয়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকেও স্মরণ করে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply