বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৯ অপরাহ্ন
সিলেট থেকে জয়নাল আযাদঃ— সিলেটের কানাইঘাটে সুরমা নদীতে অতিরিক্ত যাত্রী বোঝাই একটি ইঞ্জিন চালিত নৌকা ডুবে যাওয়ার পর নৌকার যাত্রী ও অনেক শিশুদের উদ্ধার করেছে স্থানীয়রা। এতে অনন্ত ১৫জন আহত হলে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা যায়, শুক্রবার বেলা পৌনে ১টার দিকে কানাইঘাট পূর্ব বাজার সুরমা নদীর নৌকা ঘাট থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা মুলাগুলে বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ঘাট থেকে নৌকাটি ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পর সুরমা নদীর মাঝপথে নৌকাটি ডুবে যায়। নৌকাতে অনেক নারী ও শিশু থাকায় নদীতে তারা শোর চিৎকার করতে থাকলে অন্যান্য যাত্রীবাহি ইঞ্জিন চালিত নৌকার মাঝি ও স্থানীয়রা তাদের সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।
মুলাগুল এলাকা সহ স্থানীয়রা জানিয়েছেন, অনেক সময় কানাইঘাট বাজার সুরমা নদীর ঘাট থেকে যাত্রীবাহী নৌকার মালিকরা অতিরিক্ত লোকজনকে বহন করে নৌকা ছাড়েন, যার কারনে এ দুর্ঘটনা ঘটেছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply