বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:০১ অপরাহ্ন
ঝালকাঠি থেকে রিয়াজুল ইসলাম বাচ্চুঃ— ঝালকাঠি সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিশেষ বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থীদের মাঝে প্রধান মন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী। করোনা দূর্যোগ উপলক্ষে এ খাদ্য সামগ্রী দেয়া হয়। মঙ্গলবার বেলা ১১ টার দিকে বিদ্যালয় চত্বরে সামাজিক দূরত্ব বজায় শিক্ষার্থীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক। যেসব শিক্ষার্থীরা আসতে পারেনি, তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি তেল ও ১ কেজি ডাল।
আরও পড়ুনঃ ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের ত্রাণ কমিটি গঠন
আরও পড়ুনঃ ঝালকাঠিতে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের উদ্যোগে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ
বিতরণকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেছা, সিনিয়র শিক্ষিকা শিরিন আক্তারসহ আরো অনেকে। জেলা প্রশাসক মোঃ জোহর আলী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের পরিবারকে উপহার দেওয়া হয়েছে। সরকার চাইছে কোন মানুষ যেন অভুক্ত না থাকে। আমরা সব ধরণের মানুষকে সহযোগিতা করে আসছি। তিনি কাজ ছাড়া ঘর থেকে কাউকে বাইরে বের না হতে অনুরোধ জানান।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply