বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:২৪ অপরাহ্ন
শ্রীপুর (গাজীপুর) থেকে সাইফুল আলম সুমনঃ— সরকারের চাহিদাকে মুল্যায়ন করতে সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন শ্রীপুর থানায় সদ্য যোগদান করা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী। মঙ্গলবার রাত ৯টায় শ্রীপুর রিপোর্টার্স ইউনিটি, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি ও শ্রীপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ সহযোগিতা চান।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকারের অবস্থান আপসহীন। এরই ধারাবাহিকতায় তৃণমূলে এর সুফল পেতে সরকারের অন্যান্য বিভাগের পাশাপাশি পুলিশ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাষ্ট্রের কল্যাণে সরকারের এ লক্ষ্য বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদেরও যেহেতু একই লক্ষ্য সেহেতু একসাথে কাজ করার গুরুত্ব অনেক বেশি। তিনি আরো বলেন, মাদকসহ অন্যান্য অপরাধ দমনের ক্ষেত্রেও সমানভাবে সাংবাদিকদের ভূমিকা বিগত সময়ের মতো প্রত্যাশা করি।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম ভুঁঞা, অফিসার ইনচার্জ (অপারেশন) আকতার হোসেন, শ্রীপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যক্ষ নুরুন্নবী আকন্দ (যায়যায়দিন), সহ-সভাপতি আলামগীর হোসেন (আলোকিত প্রতিদিন), সাধারন সম্পাদক নাসির উদ্দিন জর্জ (ভোরের কাগজ), শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ (ডেইলী স্টার), সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন (ভোরের ডাক), সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান আকন্দ (বাংলাদেশ প্রতিদিন), মোক্তার হোসেন (প্রতিদিনের চিত্র), শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাতি রায়হানুল ইসলাম আকন্দ (যুগান্তর), সহ-সভাপতি তাজুল ইসলাম সানি (একুশে সংবাদ), সাধারন সম্পাদক মোতাহার হোসেন খান (আজকালের খবর), শ্রীপুর প্রেস ক্লাব ও শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক (ভোরের দর্পন), শ্রীপুর প্রেস ক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক ও উপজেলা সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ সাইফুল আলম সুমন (আমার বার্তা), আতাউর রহমান সোহেল (ঢাকা প্রতিদিন), নাঈম মেহেদী (সকালের সময়), শাহাদত হোসেন সাদেক (সবুজ নিশান), মাসুদ রানা (আমার সংবাদ), রাকিব হোসাইন আকন্দ (শিরোমনি), এস এম জহিরুল ইসলাম (আজকের বাংলা সংবাদ), আশরাফুল আলমসহ (খবর) ওই তিন সাংবাদিক সংগঠনের সদস্যবৃন্দ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply