বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৩০ অপরাহ্ন
ষ্টার্ফ রিপোর্টার মোঃ রাকিবুল হাসানঃ পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সভাপতি ও মহামান্য রাষ্ট্রপতি বীরমুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন নির্দেশক্রমে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ০৫/০৬/২০২৩ইং তারিখ সোমবার সকাল সাড়ে ঘটিকায় সময় সেতু ভবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মোঃ মনজুর হোসেন এর সাথে সাক্ষাৎ করেন ।
এ সময় পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর পক্ষে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য (হাইকোর্টের বিচারপতি সমমর্যাদা, সাবেক সচিব) মোঃ সেলিম রেজা, সহ সভাপতি ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম, উন্নয়ন বিষয়ক সম্পাদক ও ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ জহুরুল হক এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সড়ক জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সবুজ উদ্দিন খান এবং সেতু বিভাগের পক্ষে ছিলেন সেতু বিভাগের সচিব মোঃ মনজুর হোসেন ও প্রধান প্রকৌশলী কাজী মুহাম্মদ ফেরদৌস সহ বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আলোচনায় দ্বিতীয় পদ্মা সেতুকে পাবনা তথা রূপপুর পারমাণবিক কেন্দ্রকে কিভাবে সংযুক্ত করা যায়- এ বিষয়ে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। দ্বিতীয় পদ্মা সেতুর সঙ্গে পাবনা বিশেষ করে রূপপুর পারমাণবিক কেন্দ্রকে সংযুক্ত করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন বলে সেতু সচিব ও সেতু বিভাগের প্রধান প্রকৌশলী ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply