বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২৪ অপরাহ্ন
আজকের দিগন্ত প্রতিবেদক :— ৮২ বছর বয়সী ‘সোনালী কাবিনে’র কবি আল মাহমুদ আর নেই। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতার কারনে শুক্রবার রাত ১১ টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে বাংলা সাহিত্যের অন্যতম কবি আল মাহমুদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার ছেলে মীর মোঃ আনিস এ তথ্য নিশ্চিত করেন। এর আগে তাকে লাইফ সাপোর্টে রাখা হয় বলে তিনি জানান।
এছাড়া কবির পারিবারিক বন্ধু আবিদ আজম এই তথ্য নিশ্চিত করে ফেসবুকে জানান, আল মাহমুদ জীবনের ওপারে, প্রভূর সান্নিধ্যে পৌঁছে গেছেন রাত ১১টায়; তিনি আর বেঁচে নেই (ইন্নালিল্লাহি ওয়ান্নাইলাইহি রাজিউন)। মরহুমের রুহের মাহফেরাতের জন্য দোয়া প্রার্থণা।
তিনি আরো জানান, নিউমোনিয়া, শ্বাসকষ্টজনিত সমস্যার কারনে কবিকে শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাতেই তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ও পরে আইসিইউতে রেখে তাকে চিকিৎসা দেওয়া হয়।
১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন আল মাহমুদ। তার প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। সাহিত্যে অবদানের জন্য ১৯৬৮ সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply