বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন
সিরাজগঞ্জ (কাজিপুর) থেকে মোহাম্মদ আশরাফুলঃ— সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো ‘সোল সুপার ভয়েজ’ প্রতিযোগিতায় ইয়েস কার্ড পেয়েছে কাজিপুরের আশামনি। শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে বগুড়া জেলা শিল্পকলা একাডেমিতে এই প্রতিযোগিতার প্রথম রাউন্ডে উত্তীর্ন হয়ে ইয়েস কার্ড পেয়েছে। রাজশাহী অঞ্চলের কয়েক’ শ শিল্পী এ প্রতিযোগিতায় অংশ নেয়। দায়িত্বপ্রাপ্ত বিচারকগণ নজরুল সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, লালন গীতি, পল্লীগীতিসহ নানা ধরণের বেশ কয়েকটি করে গান শোনেন। তাঁরা আশামনির সব ধরণের গান শুনে ভালো লাগায় তাকে ইয়েস কার্ড প্রদান করেন।
আশামনি কাজিপুরের নাটুয়ারপাড়া বাউল একাডেমির নিয়মিত শিক্ষার্থী এবং সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে গান শিখছে। সে এ প্রতিযোগিতায় কাজিপুরের একমাত্র প্রতিনিধি। প্রতিযোগিতার বিচারক প্যানেলের সদস্য প্রখ্যাত সঙ্গীত শিল্পী সূর্য্যবারী এ প্রতিবেদককে জানান, ‘আশামনি বেশ ভালো গেয়েই ইয়েস কার্ড পেয়েছে। সামনে টিকে থাকতে হলে তাকে আরও বেশি ভালো করতে হবে ‘।
আশামনি বাউল একাডেমির শিক্ষক লিয়াকত আলী, তার সঙ্গীতগুরু আবদুল জলিল, আল মামুন খোকন, মিলনচন্দ্রর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে । সামনের অডিশনগুলোতে আরও ভালো করার প্রত্যয় ব্যক্ত করে আশামনি সবার দোয়া কামনা করেছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply