বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন
অনলাইন ডেস্কঃ হাটহাজারী উপজেলার মির্জাপুর সরকারহাট এলাকায় ঘোষ মিষ্টান্ন ভান্ডারে মিষ্টি তৈরিতে ব্যবহার করা হচ্ছে পোড়া তেল। পুরনো মিষ্টির রসে ভাসছে মরা তেলাপোকা। যার কারণে দোকান মালিককে ৩০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন ।
আজ সোমবার (৫ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এসব দেখতে পায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রুহুল আমিন।
ইউএনও মহোদয় বলেন, ঘোষ মিষ্টান্ন ভান্ডারে পেছনে ডাস্টবিনে গিয়ে দেখা গেছে পোড়া কালো তেলে মিষ্টি তৈরি করা হচ্ছে। পুরনো বাসি রসে রাখা হয়েছে মিষ্টি। সেই মিষ্টির রসে মরা তেলাপোকা ভাসছে দেখা গেছে। তিনি জানিয়েছেন, প্রথমে তারা পোড়া তেলে মিষ্টি তৈরি হয়না বলে অস্বীকার করেন। পরে যখন জানতে চাই পোড়া তেল গরম কেন। তখন তারা স্বীকার করেন। এসব অপরাধে দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদেরকে সতর্ক করা হয়েছে। যদি পরবর্তীতে এসব কাজ করেন তাহলে আরও কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ইউএনও রুহুল আমিন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply