শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৪৩ অপরাহ্ন
সিরাজগঞ্জ থেকে এসএম আশরাফুল ইসলাম জয়ঃ— সহকারি শিক্ষকদের ১১ তম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ১০ গ্রেডের দাবিতে সিরাজগঞ্জে প্রত্যেকটি উপজেলায় সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রথম দিনের মতো কর্মবিরতি পালন করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা । সোমবার সকাল ১০ টা থেকে দুপুর বারোটা পর্যন্ত কর্মবিরতি পালন করেন।
এসময় সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ সকল স্কুলের শিক্ষকদের অফিস রুমে ও ছাত্রছাত্রীদের স্কুল মাঠে খেলাধুলা ও ক্লাস রুমে বসে থাকতে দেখা যায় । সিরাজগঞ্জ জেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমিনুর ইসলাম বলেন ,মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গকন্যা ,দেশরত্ন, শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহারে প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের ঘোষণা দেন। অদ্যবধি পর্যন্ত তার ঘোষণা কার্যকর না হওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ডাকে সারা বাংলাদেশে সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতনের দাবিতে কর্মবিরতি পালন করছে। যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে লাগাতার কর্মবিরতিতে যাবেন তারা । দাবি মানা না হলে আগামী ১৫ অক্টোবর ৩ ঘন্টা, ১৬ অক্টোবর অর্ধদিবস এবং ১৭ অক্টোবর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। এরপরও যদি দাবী আদায় না হয় তাহলে ২৩ অক্টোবর ঢাকায় বিক্ষোভ সমাবেশের মাধ্যমে পরবর্তীতে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply