রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্কঃ— বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৪০০’। বিশ্বের কয়েকটি দেশের কাছেই অত্যাধুনিক এই সিস্টেম রয়েছে। সেই তালিকায় খুব শীঘ্রই যুক্ত হতে চলেছে ভারতের নামও। তবে এবার আরও আধুনিক এবং প্রযুক্তি নির্ভর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রকাশ্যে আনতে চলেছে রাশিয়া।
চলতি বছর অর্থ্যৎ ২০২০ সালে একেবারে নয়া অত্যাধুনিক ক্ষেপনাস্ত্র ব্যবস্থা এস-৫০০’এ পরীক্ষা চালাবে বলে জানিয়েছেন রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী আ্যালেক্সি ত্রিুভোরুচকো । এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের জানান, তার দেশ আগামী বছর অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ৫০০’এ প্রাথমিক পরীক্ষা সম্পন্ন করবে।
রুশ উপ প্রতিরক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা সম্পন্ন করার পর এই ব্যবস্থার প্রথম ক্ষেপণাস্ত্র ২০২৫ সালে উৎপন্ন হবে। মধ্যম ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার লক্ষ্যে এস-৫০০ আকাশ প্রতিরক্ষা নির্মিত হতে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। রাশিয়ার এই মন্ত্রী আরও জানান, এটি হবে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০’র আপডেট ভার্সন।
—: সূত্রঃ কলকাতা ২৪×৭ :—
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply