বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ ২০০৪ সালের ২১ আগষ্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ এ আওয়ামীলীগের জনসভায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহত ও আহতদের স্বরণে সাভারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকায় তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামীলীগ এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
আলোচনা সভায় এসময় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন, ১৫ ও ২১ আগষ্ট ইতিহাসের জন্য একটি কালো অধ্যায় খুনিরা ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ২১ আগস্ট আওয়ামীলীগের জন সভায় গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে আওয়ামীলীগকে নেতৃত্ব শুন্য করতে চেয়ে ছিলো কিন্তু খুনিদের সেই স্বপ্ন পূরণ হয়নি। এসময় তিনি সবাইকে বিএনপি জামায়াতের যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় সর্তক থাকার আহবান জানান। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল নিহতদের স্বরণে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সেই সাথে ওই এলাকার কয়েক’শ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও তবারক বিতরণ করা হয়।
তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জজ কোর্টের পিপি সামছুর রহমান, সাভার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ্ আলম সহ স্থানীয় আওয়ামীলীগর এর অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply