সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:০৫ অপরাহ্ন
আজকের দিগন্ত খেলাধুলাঃ— দেশের প্রধান লিগের মর্যাদা পাওয়া আইএসএলের ছায়ায় অনেকটাই ঢাকা পড়ে গিয়েছে একদা দেশের প্রধান লিগ ন্যাশনাল ফুটবল লিগ, অধুনা আইলিগ। বিভিন্ন দেশে প্রিমিয়র ডিভিশন লিগ শুরু হয়ে গিয়েছে প্রায় মাস দু’য়েক আগে। চলতি মৌসুমে আইএসএলও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গত ২০ অক্টোবর। অথচ আইলিগ কবে থেকে শুরু, গতকাল অবধি অজানা ছিল ক্লাবগুলোর।
অবশেষে শুক্রবার সন্ধ্যায় লিগ কমিটির মিটিংয়ে চূড়ান্ত হল সিদ্ধান্ত। চলতি মৌসুমে আই লিগের ডাকে কাঠি পড়ছে আগামী ৩০ নভেম্বর। তবে আই লিগের দ্বাদশ সংস্করণ সম্প্রচার হবে কোন চ্যানেলে, বিষয়টি ঝুলে রইল এদিনের সভায়। খুব শীঘ্রই এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে এআইএফএফ। শুক্রবার নয়াদিল্লিতে লিগ কমিটির মিটিংয়ে উপস্থিত ছিলেন এআইএফএফ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তথা আই লিগ কমিটির চেয়ারম্যান সুব্রত দত্ত, সিইও সুনন্দ ধর, সচিব কুশল দাস। উপস্থিত ছিলেন লিগ কমিটির সদস্য অনিল কুমার, চিরাগ তান্না ও এআইএফএফ টেকনিক্যাল ডিরেক্টর আইজ্যাক দরু।
এআইএফএফ’র তরফ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘আই লিগ ২০১৯-২০ শুরু হচ্ছে আগামী ৩০ নভেম্বর। এক সপ্তাহের মধ্যে অফিসিয়াল ব্রডকাস্টারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।’ প্রত্যেকটি ক্লাব একইসঙ্গে সর্বোচ্চ তিনজন বিদেশিকে মাঠে রাখতে পারবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের সভায়। পাশাপাশি যে কোনও ক্লাবের তরফ থেকে সর্বোচ্চ আটজন অফিসিয়াল ম্যাচের সময় বেঞ্চে বা ডাগ আউটে থাকতে পারবেন বলে জানানো হয়েছে। অনুর্ধ্ব-২২ বাধ্যতামূলক করা হবে কীনা, বিষয়টি আই লিগ ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে এআইএফএফ।
—: সূত্রঃ kolkata24x7 :—
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply