বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন
শিবপুর (নরসিংদী) থেকে আনোয়ার হোসেন স্বপনঃ ঐতিহাসিক ৭ই মার্চে আনন্দ উদযাপন করেছে শিবপুর মডেল থানার পুলিশ। সারা দেশের ন্যায় শিবপুর মডেল থানার পুলিশ প্রথম বারের মতো এই দিনটিকে আনুষ্ঠানিক ভাবে উদযাপন করেছে।
শিবপুর মডেল থানার আয়োজনে রবিবার বিকাল ৩টায় শিবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
সভায় প্রধান অতিথি স্থানীয় এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন বলেন, ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো ৭ই মার্চের ভাষণকে “ডকুমেন্টারি হেরিটেজ” (বিশ্ব প্রামান্য ঐতিহ্য) হিসেবে স্বীকৃতি দেয়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্ত্রী পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ খান, সাধারন সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, শিবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া।
এসময় উপস্থিত ছিলেন পৌর সভা আওয়ামী লীগের সভাপতি মোঃ খোকন ভূঁইয়া, সাধারন সম্পাদক ফারুক খান প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রীতিভোজ ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply