মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ১১:০১ অপরাহ্ন
“আমাদের গাঁয়ের নদী”
সালাউদ্দীন আহম্মদ
ঐ গ্রামেই আমার বাড়ি
পাশেই বিরাট নদী,
আস্তে গেলে সময় লাগবে
হেঁটে চল জলদি।
এগিয়ে চল দেখতে পাবে
লিচু গাছের বন,
ঐখানেতে পড়ে থাকতো
আমার অবুজ মন।
নদীতে অনেক মাছ দেখা যায়
ইলিশ, বোয়াল, রুই,
হাত দিয়ে ধরলে পাবে
গোঁচি, ট্যাংরা, পুটি আর কৈই।
খাইতে দিব দুপুর বেলা
বোয়াল মাছের ঝোল,
রাতের বেলা টেংরা আর
সকাল বেলা বোয়াল।
গল্প করবো দু’জন মিলে
ঘুমাবো একসাথে,
নৌকাযোগে ঘুরবো মোরা
আমাদের গাঁয়ের নদীতে।।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply