সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:১৪ পূর্বাহ্ন
“অপেক্ষা”
রাফি রোশান
কুড়িদিন পরেই আসবে হেমন্ত
আমি অপেক্ষায় আছি ঘাস ভেজা একটি ভোরের ।
পাখিদের ঘরে ফেরা , কৃষাণের শীতের ফসল
যখন দূর গ্রামে দেখা মিলবে কুয়াশার ।
শরৎ ভালো লাগে ?
তবে হেমন্ত আর বসন্ত যেন অনন্ত যৌবনা ।।
গভীর রাতে তারাদের সাথে আত্বীয়তা ,
প্রকৃতির ভারী সর্দী
আমাকে পুন:জন্ম দেয় ।
যেন আগে ছিলাম এখন আবার এসেছি ।।
গর্ভবতী ধানদের দেখেছেন ?
তারা যেন সদ্য হারিয়ে যাওয়া স্বামী ফিরে পায়
অন্তরের সব স্বাদ নিয়ে আসে হেমন্ত
আমাদের সতেজ রাখে হাজার বছর ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply