বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:৪২ অপরাহ্ন
সাটুরিয়া থেকে মোঃ আবুবকর সিদ্দিকঃ— মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় বালিয়াটী ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে রবিবার আনুমানিক বিকাল ৩ টার আগুন লেগে ৪ বাড়ির ১১ ঘর পুড়ে ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে । সে সময় আগুনে পুড়ে ৩ জন জলসে গেছে। আহতদের সাটুরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনঃ বেনাপোল কাগজ পুকুরে মাদক, নারী ও শিশু পাচার প্রতিরোধে আলোচনা সভা
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম জানায়, রবিবার বিকাল ৩ টার দিকে জগন্নাথপুর গ্রামে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে । এতে করে ৮ টি বাড়ির ১১ টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় এলাকাবাসী প্রায় ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট বিকাল ৫ টার দিকে ঘটনা স্থলে এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনে। সে সময় জালাল, আওলাদ, মুখছেদ ও নাজমা বেগমের ১১ টি ঘর পুড়ে যায়। ঘটনা স্থলে সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম পরিদর্শণ করেন। সে সময় ক্ষতিগ্রস্ত ও ৮ টি পরিবার কে ৩০ কেজি করে চাউল এবং ৩ টি করে কম্বল বিতরণ করেন । স্হানীয় জনপ্রতিনিধিরা ও ঘটনাস্থল পরিদর্শন করেন।
সাটুরিয়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কর্মরত চিকিৎসক পূর্ণম সাহা সাংবাদিকের জানান, আহতদের মধ্যে ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১ জন কে আশংকা মুক্ত অবস্হায় হাসপাতালে ভর্তি করা হয়েছে । মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকতা খন্দকার জান্নাতুল নাইম সাংবাদিকদের জানায় প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে । এতে নগদ টাকা, সহ ধান চাল,একটি গাভী সহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply