বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:১৬ অপরাহ্ন
ঠাকুরগাঁও থেকে আসিফ জামানঃ— ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিকেলে মথুরাপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
উপস্থিত কাউন্সিরদের ভোটের মাধ্যমে পুণরায় রহিমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে সিরাজুল ইসলাম ও সাধারন সম্পাদক হিসেবে নুরুল হুদা নির্বাচিত হয়।
সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, আওমায়ী লীগ শক্তিশালী হলে আমাদের নেত্রীর শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। তাই আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য যা যা করা প্রয়োজন তাই করতে হবে। আপনারা জানেন আওয়ামী লীগকে নিয়ে ষড়যন্ত্র চলছে; ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করুন এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।
রহিমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনের আলোচনা সভা অন্যান্যদের মধ্যে বক্তব্যে দেন, জেলা আওয়ামী লীগের সভপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, সাধারন সম্পাদক দীপক কুমার রায়, সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, সন্তোষ কুমার আগরওয়ালা, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, সাধারন সম্পাদক মোশারুল ইসলাম, রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথি সেন, সাধারন সম্পাদক আবু সাঈদ বাবু, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম স্বপন, রওশনুল হক তুষার, জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন রনি, সাধারন সম্পাদক সানেয়ার পারভেজ পুলক, রহিমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল হুদা প্রমুখ।
সভা শেষে দ্বিতীয় অধিবেশনে বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন সভাপতি সিরাজুল ইসলাম।
দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো। দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোশারুল ইসলাম।
দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলার তাদের ভোটাধিকারের মাধ্যমে পূণরায় আগের কমিটিকে নির্বাচিত করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply